• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বোলিং তোপে ৬০ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০৫:২৩ পিএম
বাংলাদেশের বোলিং তোপে ৬০ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন বাংলাদেশের স্পিনাররা। প্রথম ওভারেই কিউই ওপেনার রাচিন রবিন্দ্রকে ফিরিয়েছেন মেহেদি হাসান। এরপর তৃতীয় ওভারে উইল ইয়াংকে বোল্ড করেন সাকিব আল হাসান। চতূর্থ ওভারে নিউজিল্যান্ডকে জোড়া আঘাত দেন নাসুম আহমেদ। সাজঘরে ফেরান কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লুনডেলকে।
দশম ওভারে আক্রমণে এসেই কিউই অধিনায়ক টম ল্যাথামকে (১৬) ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। পরের ওভারে ফের আঘাত হানেন সাকিব, কোল ম্যাকনচিকে ফেরান শূন্য রানে। পরে সাইফউদ্দিন ফেরান ১৮ রান করা হেনরি নিকোলসকেও। প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের সংগ্রহ ১৩ ওভারে ৭ উইকেটে ৪৯ রান। শেষ পর্যন্ত ৬০ রানে গুটিয়ে যায় তারা।
 


Side banner
Link copied!