• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুজনের প্রতিদ্বন্দ্বী হলেন মুশফিকদের গুরু নাজমুল


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৫:২৩ পিএম
সুজনের প্রতিদ্বন্দ্বী হলেন মুশফিকদের গুরু নাজমুল
ছবি: সংগৃহীত

বিসিবির পরিচালক পদে আগের বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। এবারও তেমনটাই অনুমান করা হয়েছিল। কিন্তু জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হলেন দেশের স্বনামধন্য কোচ তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক সদস্য নাজমুল আবেদিন ফাহিম।আজ শনিবার বিসিবি কার্যালয়ের গিয়ে ক্যাটাগরি-৩ অর্থাৎ জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, সার্ভিসেস, বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা বোর্ড, বিকেএসপির কাউন্সিলর নিয়ে গঠিত ক্যাটাগরিতে ফাহিম নিজের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই ক্যাটাগরি থেকেই আগেরবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন।বিসিবির পরিচালক পদে নির্বাচন করার কারণ সম্পর্কে নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের বলেন, 'বিসিবি সভাপতি বলেছেন, তিনি বোর্ডে নতুন মুখ চান। যারা নতুন নতুন চিন্তা ভাবনা ও কমিটমেন্ট নিয়ে আসবে। আমি সেই নতুনের কেতন ওড়াতে চাই। আমি মনে করি, এখন আমি অনেক পরিণত এবং অভিজ্ঞ। দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার কাজটা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো পারব।


Side banner
Link copied!