
খুলনার ফুলতলা উপজেলায় এবার মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার উত্তরডিহি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, ওই এলাকার ধানক্ষেতে মাথাবিহীন অজ্ঞাতনামা এক নারীর মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। মরদেহটি অল্প বয়সী এক নারীর বলে ধারণা করা হচ্ছে। তার বিছিন্ন মাথা এখনো পাওয়া যায়নি। তাই পরিচয়ও শনাক্ত করা যায়নি।
এর আগে গত সোমবার বিকেলে ফুলতলার যুগ্নিপাশা এলাকার ধানক্ষেত থেকে হানিফ পরিবহনের সুপারভাইজার তুহিন মোল্যার (৪০) গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মোহাম্মদ আলী মোল্যার ছেলে। ঘটনার ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো আরেকটি মরদেহ।
আপনার মতামত লিখুন :