• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ১২:০৮ পিএম
হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩৩ বার তপধনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। 
এরপর হবিগঞ্জের ঐতিহাসিক দুর্জয় স্মৃতি চত্বর জাতির বীর সানদর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্বক অর্পণ করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরফিন এবং পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন। 

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তররে প্রধান, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারর সদস্য, বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে পুস্তবক অর্পণ করেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযাদ্ধা পরিবারের সদস্যদর সংবর্ধনা, আলাচনা সভা, কুচকাওয়াজ, দোয়া মাহফিল এবং শিশু-কিশোরদের অংশগ্রহণ বিভিন আয়োজন। 
আলাচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার চেতনায় একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করন।
এছাড়া বিজয় দিবস উপল‌ক্ষে তিন‌দিন ব‌্যাপী বিজয় মেলা হ‌চ্ছে।


Side banner
Link copied!