• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে ১০ লাখ মানুষ পানিবন্দি , খাবার পানির সংকট


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জুন ২২, ২০২২, ০১:৩৮ পিএম
সুনামগঞ্জে ১০ লাখ মানুষ পানিবন্দি , খাবার পানির সংকট
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ সদরসহ ১২টি উপজেলায় প্রায় ১০ লাখেরও বেশি মানুষ এখনো পানিবন্দি রয়েছেন। তবে সুনামগঞ্জ শহর থেকে বন্যার পানি নামছে।

বুধবার (২২ জুন) দুপুরে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। এরই মধ্যে খাবার পানির সংকট দেখা দিয়েছে পানিবন্দি এলাকাগুলোতে।

জানা গেছে, সুনামগঞ্জের জেলার অধিকাংশ স্থানেই এখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। তবে সীমিত আকারে মোবাইল নেটওয়ার্ক চালু হলেও গত কয়েকদিন ধরে বিদ্যুৎ না থাকায় জেলার সব জায়গায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে সুনামগঞ্জ শহর থেকে পানি নামতে শুরু করেছে। অন্যদিকে সদরসহ ১২টি উপজেলায় প্রায় ১০ লাখেরও বেশি মানুষ এখনো পানিবন্দি রয়েছে।

সিলেট জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম বলেন, বন্যাকবলিত এলাকায় ৩ লাখ ৫০ হাজার পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এছাড়া মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি বিতরণ কার্যক্রম চলমান রাখা হয়েছে।


Side banner
Link copied!