চাঁদপুরের ঐতিহ্যবহী মতলব দক্ষিণ উপজেলার নিত্য ধামগত শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ৭২তম বার্ষিক উৎসব উপলক্ষে আজ ২২ জানুয়ারি সোমবার অরুণোদয় হতে বিশ্ব শান্তি কল্পে ৬৪ প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ শুভারম্ব হয়েছে চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ।
মহাযজ্ঞ উপলক্ষে প্রথম দিন ২১ জানুয়ারি রোববার সন্ধ্যায় শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের অধিবাস ও মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, সহ সভাপতি গনেশ ভৌমিক, সাধারন সম্পাদক চন্দন সাহা ও প্রবাসী গৌরনিতাই সংঘের পক্ষে পিতুষ সাহা ।
২২ জানুয়ারি সোমবার অরুণোদয় হইতে ৩০ জানুয়ারি মঙ্গলবার রজনী প্রভাত পর্যন্ত অখণ্ড ৬৪ প্রহর ব্যাপী (৮ দিবারাত্রি) সংকীর্তন। ৩০ জানুয়ারি ভোরে নগর পরিক্রমা শান্তি আশীর্বাদ দান ও দ্বি-প্রহরে মহাপ্রভুর ভোগ রাগ অন্তে উৎসবে আগত ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে ।
কৃষ্ণনাম পরিবেশন করবেন গৌরনিতাই সম্প্রদায় মতলব, শিশু গোপাল সম্প্রদায় বরিশাল, লোকনাথ সম্প্রদায় নেত্রকোনা,সোনার গৌড় সম্প্রদায় গোপালগঞ্জ,শ্রী শ্রী গীতা সংঘ সম্প্রদায় কচুয়া,গোপাল বাড়ি সম্প্রদায় চট্টগ্রাম, অচিত্যানন্দ সম্প্রদায় চট্টগ্রাম,সোনার গৌর সম্প্রদায় (২) সাতক্ষীরা,রীবা বীনা সম্প্রদায় খুলনা ।
উক্ত হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে স্ববান্ধবে স্নিগ্ধ সুন্দর উপস্থিতি সক্রিয় সহযোগিতা ও একান্ত সহানুভূতি প্রদান করে কৃপাধন্য করার অনুরোধ জানিয়েছেন শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ ও সাধারন সম্পাদক চন্দন সাহা।
আপনার মতামত লিখুন :