• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধে ফুল হাতে জনতার ঢল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৯:৫৬ এএম
জাতীয় স্মৃতিসৌধে ফুল হাতে জনতার ঢল
জাতীয় স্মৃতিসৌধে ফুল হাতে জনতার ঢল ছবি : সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় মহান বিজয় দিবসে ফুল হাতে শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নেমেছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরেই জেগে ওঠে সাভারের স্মৃতিসৌধ এলাকা।


রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ফুল হাতে শহীদদের জন্য তৈরি বেদিতে শ্রদ্ধা জানাতে যান হাজারো মানুষ। সূর্য সন্তানদের গভীর শ্রদ্ধা জানান আবালবৃদ্ধবনিতা।

হাজারো মানুষের আনন্দ উচ্ছ্বাসে উৎসবের নগরীতে পরিণত হয়েছে স্মৃতিসৌধ এলাকা। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভোর থেকেই শিশু-ছেলে-বুড়োসহ সব বয়সী মানুষ ছুটে আসেন সাভারে। শ্রদ্ধা জানাতে এসেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও। তাদের অনেকের হাতে শোভা পাচ্ছে লাল-সবুজের পতাকা। পোশাকে লাল-সবুজের বাহারি উপস্থিতি, কণ্ঠে দেশের গান।

ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। সাড়ে ছয়টার পর রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাদের চলে যাওয়ার পর স্মৃতিসৌধ এলাকা সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়। এরপর ফুল হাতে জনতার ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদের স্মৃতির মিনার।


Side banner
Link copied!