• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধু সেতুতে সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০১:৫৩ পিএম
বঙ্গবন্ধু সেতুতে সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ
ছবি - সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতুতে প্রায় সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। এতে ঢাকা-রংপুর মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।


রোববার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত টোল আদায় বন্ধ রাখা হয়। পরে সকাল ৮টার দিকে টোল আদায় শুরু হলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।


এদিকে দীর্ঘ সময় টোল আদায় বন্ধ রাখায় যানজটের কবলে পড়তে হয় মহাসড়কে চলাচলরত যানবাহন চালক ও যাত্রীদের।

বঙ্গবন্ধু সেতু  ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রোববার ভোর থেকে কুয়াশার পরিমাণ বেড়ে যায়। এতে দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে উভয়পাড়ে টোল আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। কাজেই সেতুতে দুর্ঘটনা এড়াতে প্রায় সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় সকাল ৮টা থেকে টোল আদায় শুরু হয়েছে। এই সতর্কতা অবলম্বন করায় সেতু এলাকার কোথায় কোনো প্রকার দুর্ঘটনা ঘটেনি।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হ‌য়। পুলিশ সদস্যদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।


Side banner
Link copied!