• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদের বিদায় সংবর্ধনা


FavIcon
আব্দুল মান্নান খানঃ
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৮:১৭ পিএম
মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদের বিদায় সংবর্ধনা
ছবি: সংগৃহীত

মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদ সাহেবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শুক্রবার বাদ আছর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব কাজী নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও কমিটির সদস্য এস এম সেলিমের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শহিদ উল্লাহ মজুমদার,মসজিদ কমিটির সদস্য আলহাজ্ব ফারুক সরকার, ক্রীড়া সংগঠনক নজরুল ইসলাম রিপন, মসজিদ কমিটির সদস্য আমির খসরু, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, মতলব প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহফুজ মল্লিক,সাবেক সাধারন সম্পাদক গোলাম হায়দার মোল্লা, বনিক সমিতির সহ সভাপতি মজিবুর রহমান সরকার,মুসল্লি সহকারী অধ্যাপক মুক্তার আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব টুকু ফরাজী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজী. মসজিদের মুসল্লী বাবুল চৌধুরী, মিরান হোসেন মিয়াজী,খোকন প্রধান প্রমুখ। সবশেষে বিদায়ী খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ কবির আহমেদ বক্তব্য রাখেন। বক্তৃতায় তিনি তার ৩০ বছরের কর্মজীবনে চলার পথে কোন ভুল ভ্রান্তি হলে তার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে যেন সুস্থ্য থেকে দ্বীনের জন্য কাজ করে যেতে পারি।এদিকে জুম্মার নামাজের পূর্বে অত্র মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা কবির আহমেদের বিদায় উপলক্ষে বক্তব্য রাখেন মতলব বাজার শাহী জামে মসজিদ কমিটির সভাপতি দানবীর আলহাজ্ব এম এ বারী।তিনি বিদায়ী খতিবের একটানা ৩০ বছর এ মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালনের প্রশংসা করেন। এসময় মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটনসহ বাজারের ব্যবসায়ী,বিভিন্ন মসজিদের ইমাম ও অত্র মসজিদের মুসল্লীগণ উপস্থিত ছিলেন। ছবির ক্যাপসনঃ মতলব বাজার শাহী জামে মসজিদের বিদায়ী খতিব মাওলানা কবির আহমেদকে কমিটির পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।


Side banner
Link copied!