
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ মার্চ) সকালে উপজেলার খেড়িহর এলাকার মোল্লার দরজা নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাম মাসুদ আলম (৩৮)। তবে পোড়া মাসুদ হিসেবে এলাকায় পরিচিত। নোয়াখালীর চাটখিল উপজেলার বদরকোর্ট ইউনিয়নের ইসলামপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, পোড়া মাসুদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, কোনো একটি পক্ষ তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে চলে যায়। এ ছাড়া মাসুদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধের ১৫টির বেশি মামলা রয়েছে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, চাঁদপুরের শাহরাস্তি ও নোয়াখালীর চাটখিল উপজেলার পাশাপাশি হওয়ায় পোড়া মাসুদ এ দুই এলাকায় বিভিন্ন পরিচয়ে চলাফেরা করত। মাদক ছাড়াও নানা ধরনের সন্ত্রাসী কাজেও জড়িত ছিল সে।
পোড়া মাসুদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
আপনার মতামত লিখুন :