
মানষিক বিকাশ শারিরীক গঠন ও লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে মেধাবী ছাত্র/ছাত্রীদের বার্ষিক পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় দিন ব্যাপি অভিভাবক সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা কবিতা আবৃতি, গজল, নাচ,গান ও নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে জোয়ারদার স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো.আলাউদ্দিন জোয়ারদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর -২, আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না।
প্রধান অতিথি বলেন- জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে কোমলমতি শিক্ষার্থীদের স্বাধীনতার ইতিহাস ধারনে
চর্চা করাতে হবে। শুধু একাডেমিক শিক্ষা নয় তার
বাহিরে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি জ্ঞান অর্জন করার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন,
হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা.শামীম আরা,৯ নং কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর রিয়াদ রহমান ও মানিক খান বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মেধাবী কোমলমতি ছাত্র/ছাত্রীদের
মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় কোমলমতি শিক্ষার্থীসহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :