
মতলব দক্ষিণ উপজেলার সদর বাজারের খেয়াঘাট রোডে অস্থায়ী মাছ বাজারে স্মৃতি শিল্পালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
সরজমিনে জানাযায় গত ১৭ মার্চ অনুমানিক রাত ৩ টার সময়
স্মৃতি শিল্পালয়ের সাটারের উপর দিয়ে ধোঁয়া দেখতে পায় বাজারের নাইটগার্ড এ সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে দোকানের তালা ভেংগে আগুন নিভানোর চেষ্টা করে তারা । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মতলব দক্ষিন থানার এসআই গোলাম মোস্তফা ও সঙ্গীয় ফোর্স । পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রত ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের একটি দল । তারা এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন । বৈদ্যুতিক সর্টসার্কেট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানাযায় ।
স্মৃতি শিল্পালয়ের মালিক কার্তিক বৈদ্যৈ বলেন আমি প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়ী চলে যাই । ভোর রাতে মোবাইলে জানতে পারি আমার দোকানে আগুন লেগেছে এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে ।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আসাদুজ্জামান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনি । এ দোকানের পাশের দোকানে গ্যাসের রাইজার ছিল ।
আগুন ছড়িয়ে পরলে বাজারের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো ।
আপনার মতামত লিখুন :