• ঢাকা
  • রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক এম এ লতিফ


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:৫৬ পিএম
চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার (২৭ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সভাপতি রহিম বাদশা। সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা হাততালির মাধ্যমে নবনির্বাচিত পরিষদকে অভিনন্দন জানান।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল রুশদী (দৈনিক চাঁদপুর খবর/বিজয় টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এ লতিফ (দৈনিক আমাদের সময়)।

 

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি রহিম বাদশা। পরে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়।

সাধারণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, বি এম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, ইকবাল পাটোয়ারী, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন ও মাহবুবুর রহমান সুমন প্রমূখ।

 

সভায় চাঁদপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা মতামত তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আলম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন ও মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, এ কে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক এবং কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী, অ্যাডভোকেট শাহজাহান মিয়া, রোকনুজ্জামান রোকন, ফারুক আহম্মদ, মুনাওয়ার কানন, ওয়াদুদ রানা ও জাকির হোসেন।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!