• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বিনোদনের প্রধান আকর্ষণ শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্ক


FavIcon
কাওছার আহমেদ , সিরাজগঞ্জ :
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৬:৪০ পিএম
সিরাজগঞ্জে বিনোদনের প্রধান আকর্ষণ শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্ক
ছবি - শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্ক

সিরাজগঞ্জের যমুনা নদীর তীর ঘেষে গড়ে উঠা শিশু-কিশোর ও বিনোদন প্রেমিদের জন্য প্রধান আকর্ষণ শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্ক। আধুনিকতার সকল ছোঁয়া দিয়ে তৈরি করা হয়েছে এ পার্কটি। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সকল শ্রেনী পেশার মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়ে থাকে। পার্কের প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা তবে ৫ বছরের নিচে শিশুদের জন্য প্রবেশ ফি রাখা হয়নি। পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা সিরাজীর নির্দেশনায় প্রচুর অর্থ ব্যয়ে ইজারাদার হাজী মোঃ আব্দুর সাত্তার ১০ নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির তত্বাবধায়নে আধুনিকায়ন করা হয়। শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর পার্কে বাচ্চাদের জন্য রাখা হয়েছে বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা সহ মিনি চিড়িয়াখানা। দৃষ্টি নন্দন পরীর ঝর্ণার পাশাপাশি রয়েছে ডোরিমন রেলগাড়ি,নাগর দোলা,দোলনা,নৌকা রাইড,ভূতের বাড়ি,হানিচেয়ার ইত্যাদি। এছাড়া চিড়িয়াখানাতে রয়েছে চিত্রা হরিণ,বিভিন্ন প্রজাতির বিদেশী পাখি,কবুতর,উট পাখি ও ব্লাক বেঙ্গল জাতের ছাগল।
 


Side banner
Link copied!