
সিরাজগঞ্জ পৌর শহরে নতুন ভাংগাবাড়ি গ্রামের আগুনে পুড়ে ছাই হয়েছে ফলের দোকানের কর্মচারী হেলালের বসতবাড়ি। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরের দিকে আগুন লাগে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইলেক্টিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। আগুন লাগার ফলে বসত বাড়ি থেকে শুরু করে ঘরের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরিবারটি এখন মানবিক জীবন যাবন করছে। পরিবারের সবাই আত্মীয়কে দেখতে হাসপাতালে থাকার কারনে আগুন লাগলেও না বুঝার কারনে অধিকতর ক্ষতি হয়েছে। এদিকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ক্ষয়ক্ষতি কামানো সম্ভব হয়নি। আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় পরিবারটির পক্ষ থেকে। এলাকাবাসী জানান,পরিবারের সকলেই বাড়িতে অনুপস্থিত থাকার কারনে আগুন এতটা ছড়িয়ে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন লাগার কারন ইলেক্টিক শর্ট সার্কিট। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, প্রাথমিক ভাবে ধারণা করছি ইলেক্টিক শর্ট সার্কিটের কারনেই এ ঘটনা ঘটেছে।
আপনার মতামত লিখুন :