
সিরাজগঞ্জের উল্লাপাড়ার মন্ডলজানী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৫০) নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা নিহত ব্যক্তি প্রতিবন্ধী ছিলেন।
বুধবার (২৪ মে) ভোরের দিকে উপজেলার দুর্গানগর ইউনিয়নের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী জানান, ভোর সাড়ে ৭টার দিকে মন্ডলজানী এলাকায় রেল লাইন দিয়ে ওই ব্যাক্তি হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ডিউটি অফিসার মর্জিনা খাতুন সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য তার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
আপনার মতামত লিখুন :