• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

শরীয়তপুরে জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপিত 


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ০৯:৫০ এএম
শরীয়তপুরে জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপিত 
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩  উদযাপিত হয়েছে। বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়। জাতীয়  কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও স্বেচ্ছাসেবী মহিলার সংগঠন গুলোর মাঝে চেক বিতরণ করেন।জাতীয় কন্যা শিশুদিবস উপলক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ এর নির্দেশক্রমে  সভাপতির দায়িত্ব  পালন করেন মোহাম্মদ তালুত, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)।

অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মোহাম্মদ রাফি ইকবাল, সদর উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র,সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন সহ সমাজসেবা  ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর আরো অনেকেই।জাতীয় কন্যা শিশু  দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে শরীয়তপুর সদর উপজেলার ২০টি নিবন্ধিত মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনকে ৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। জাতীয় কন্যা শিশু দিবসে চেক  বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন ও উপ-পরিচালকের কার্যালয়,  মহিলা বিষয়ক অধিদপ্তর, শরীয়তপুর। 


Side banner
Link copied!