• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

মতলব উওরের হাজী মইন উদদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৮:৫০ পিএম
মতলব উওরের হাজী মইন উদদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

মতলব উত্তর উপজেলার হাজী মইন উদদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। জানা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কে চেক জালিয়াতি অর্থ আত্ম সাত ও ইভটিজিং এর ঘটনায় তাকে ম্যানেজিং কমিটি সাময়িক বরখাস্ত করে।এ সমস্ত অভিযোগ এর দায়ে তাকে গত ১৪/৯/ ২০২৩ ইং সাময়িক বরখাস্ত করেন ম্যানেজিং কমিটি। এবং ম্যানেজিং কমিটির নির্দেশে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন বাদী হয়ে মতলব উওর থানায় গত ১০ অক্টোবর একটি লিখিত অভিযোগ করেন। এ ব্যপারে জসীম উদদীন বলেন,চেক জালিয়াতি অর্থ আত্মসাত ও ইভটিজিং এর ঘটনায় প্রধান শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে আমি ম্যানেজিং কমিটির কথায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। মতলব উওর থানার এস আই মিজানুর রহমান বিদ্যালয়ে এসে তদন্ত করেছেন। অভিযোগ প্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সাথে মুঠো ফোনে আলাপ করলে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, আমি উকিলের মাধ্যমে সকল কাগজ পএ দেখিয়ে কোর্টে জবাব দিবো।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!