• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

মতলব সওদাগর ক্রীড়া চক্রের আয়োজনে,


FavIcon
আব্দুল মান্নান খানঃ
প্রকাশিত: মার্চ ৮, ২০২৪, ০৯:১৪ পিএম
মতলব সওদাগর ক্রীড়া চক্রের আয়োজনে,

"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,মাদক ছেড়ে খেলতে চল" এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার বেলা ৩ ঘটিকায়,মতলব নিউ হোস্টেল মাঠে এই খেলার আয়োজন করা হয়। উক্ত ম্যাচে অংশগ্রহণ করে,মতলব সওদাগর ক্রীড়া চক্র সিনিয়র একাদশ বনাম মতলব সওদাগর ক্রীড়া চক্র জুনিয়র একাদশ। 
খেলার দ্বিতীয় আর্ধে মিঠুনের একমাত্র গোলে ১-০ গোল ব্যবধানে জয়লাভ করে সিনিয়র একাদশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন,মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক আলমাছ প্রধান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ পারভেজ সওদাগর, মোঃ ওহিদ সওদাগর এবং মোঃ শরীফ সওদাগর।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের সকল খেলোয়াড়দের ক্রেস্ট উপহার দেওয়া হয়।
মতলব সওদাগর ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা,পরিচালক মোঃ ফয়সাল আহমেদ জানায়,"এই খেলা আয়োজনের মূল উদ্দেশ্যে   হচ্ছে, যুব সমাজকে মাদক ও সমাজের খারাপ কাজ থেকে বিরত রেখে কুসংস্কার ও সুন্দর সমাজ বির্নিমানে কাজ করার মানসিকতা ও আগ্রহ তৈরী করা,আমি বিশ্বাস করি একমাত্র খেলাধূলা'ই পারে সমাজের অন্যায় ও খারাপ কাজ থেকে সবাইকে বিরত রাখতে।
 


Side banner
Link copied!