• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে প্রতীক পেয়েই প্রচারণায় ১৫ প্রার্থী


FavIcon
মাসুদ মোশাররফ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) :
প্রকাশিত: মে ১৪, ২০২৪, ০৮:১৫ পিএম
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে প্রতীক পেয়েই প্রচারণায় ১৫ প্রার্থী

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৫ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই তারা ব্যাপক প্রচার- প্রচারণায় নেমেছেন। সোমবার (১৩ মে) সকাল এগারোটার সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ সময়
প্রতীক বরাদ্দ দেন এডিসি রেভিনিউ মো: ইমরান হোসেন।
নির্বাচনে আটজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ (কৈ মাছ), বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র মোঃ
হালিমুল হক মিরু (আনারস), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু (কাপ পিরিজ), মোঃ সাইফুল ইসলাম (টেলিফোন), গোলাম সাকলাইন সেলিম (হেলিকপ্টার), ইসমাইল সুমন (দোয়াত
কলম), ইউনুস আলী (ঘোড়া), এ্যাড. হুমায়ুন (মোটরসাইকেল) প্রতীক পান। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন,শাহজাদপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুবে সোবাহান শেখ সজল মিন্টু (টিউবওয়েল), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, মারুফ হোসেন সুনাম (চশমা মার্কা), সাইফুল ইসলাম প্রিন্স
(তালা), ফারুক সরকার (মাইক) প্রতীক পান।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, লাবনী আক্তার (কলস), রুমা খাতুন প্রিয়া (ফুটবল), মৌসুমী খান (হাঁস) প্রতীক।সোমবার বিকাল থেকে প্রার্থীরা নির্বাচনের প্রচার-প্রচারণায় মাঠে নেমে পড়েছে। মাইকিং, জনসংযোগসহ নানা প্রচারণা করতে দেখা গেছে
অনেক প্রার্থীদের।এদিকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। আইন অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার প্রচারণা। আগামী ২৯ মে তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এবারের উপজেলা নির্বাচনে সর্বমোট ৪ লাখ ৫৬ হাজার ৩৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৭৯০ জন, নারী ভোটার ২ লাখ ২৪ হাজার ৫৮৭ জন ও হিজড়া ভোটার ২ জন।


Side banner
Link copied!