• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

আমেরিকা প্রবাসী মতলব সমিতির পক্ষ থেকে মেয়র লিটনকে সম্বার্ধনা


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ১০:৪৯ পিএম
আমেরিকা প্রবাসী মতলব সমিতির পক্ষ থেকে মেয়র লিটনকে সম্বার্ধনা

আমেরিকা প্রবাসী মতলব সমিতির পক্ষ থেকে চাঁদপুরের মতলব  পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি  আওলাদ হোসেন লিটন কে সম্বর্ধনা দেওয়া হয়েছে ।

গত  ২৯ শে জুলাই নবান্ন পার্টি হল জ্যাকসন হাইটসে সংগঠনের সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে সহ-সভাপতি ভবতোষ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন।

এ সময়  বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজির উদ্দিন পাটোয়ারী.কবির রতন.সাকিল মিয়া.জুতিশ কিতনিয়া. সাহাদাৎ.মমিন প্রধান. মাহাবুব.আজম কাদরী.ফারুক পাটওয়ারী. তপন সাহা. জয়নাল আবেদিন. জাহিদ.এমদাগ হোসেন.আনোয়ার. ওবায়দুর রহমান লিটন।

এ সময় উপস্থিত সকল প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন। এবং মেয়র আওলাদ হোসেন লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছে জানানো হয়।
 


Side banner
Link copied!