• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

জিএম কাদের ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে প্রতিবাদ


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৭:২১ পিএম
জিএম কাদের ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে প্রতিবাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সাবেক এমপি ও তার সহধর্মিণী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের সহ জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জে প্রতিবাদ সভা ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেয়া হয়েছে


রবিবার (৩০ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় হবিগঞ্জ প্রেস ক্লাবে কনফারেন্স রুমে হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজন করে।

হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ কাজল আহমেদের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমানের পরিচালনায় সভায় বক্তারা বলেন , কোটা সংস্কারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র - জনতা আন্দোলনের শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও তৎকালীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জনবন্ধু জিএম  কাদের সাবেক এমপি বাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবি সমূহ মেনে নেওয়ার জন্য জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করেন ।

পরবর্তীতে জাতীয় পার্টির  ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করে এবং ছাত্রদেরকে মুক্তিসেনা হিসেবে উল্লেখ করা হয় । 
তারা আরো বলেন , জাতীয় পার্টির হবিগঞ্জ , ঢাকা সহ সারাদেশে বিভিন্ন স্থানে উক্ত আন্দোলনে সক্রিয় ভাবে অংশ গ্রহন করে বিগত সরকারের রোষানলে পড়ে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে সরকার জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে গ্রেফতার করে । উপর্যুক্ত অবস্থায় জাতীয় পার্টির ছাত্র - জনতার আন্দোলনে বিজয় অর্জন হলে ছাত্র - জনতাকে অভিনন্দন জানায়। 

তারপরও একটি মহল তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই ষড়যন্ত্র মূলক ভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে । আমরা এ মিথ্যা মামলা বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এ মিথ্যা মামলা সমূহ প্রত্যাহারের দাবিও জানাই ।

প্রতিবাদ সভা বক্তব্য শেষে জাতীয় পার্টির নেতৃবৃন্দরা হবিগঞ্জ জেলা প্রশাসক ডঃ মোঃ ফরিদুর রহমান কাছে স্মারক লিপি দেয়া হয়।

জেলার বিভিন্ন উপজেলা থেকে অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জালাল আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ,জেলা জাপা যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শিবলী খায়ের,জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ,জেলা জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ তালেব আলী,সদর উপজেলা জাপা সাধারণ সম্পাদক কাজী আবু তাহের,জেলা জাতীয় মহিলা পার্টির সাবেক সভাপতি রাবেয়া খাতুন,জেলা জাপা নেতা জাহাঙ্গীর আলম,শেখ কামাল সহ আরো অন্যান্য মাঝে বক্তব্য রাখেন - আব্দুস সালাম , এম এ হান্নান ,ফরিদ মিয়া ,চৌধুরী গোলাম কিবরিয়া ,সোহেল আহমেদ রানা, দিলীপ বর্মণ , মামুন মিয়া , আরজু মিয়া , ইসলাম উদ্দিন ,হেলাল মিয়া , বাবুল দত্ত, আব্দুল কাইয়ুম চৌধুরী ,আজগর আলী , দুলাল মিয়া , আফরোজ মিয়া ,  রহিম মিয়া ,নুরুল হক ,নুরুজ মিয়া , রফিক মিয়া ,আব্দুল খালেক, কুতুব আলী প্রমূখ ।
 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!