• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

মতলবে আওয়ামীলীগ নেতার রহস্যজনক মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা এলাকায় গুঞ্জন


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ১২:৪২ পিএম
মতলবে আওয়ামীলীগ নেতার রহস্যজনক মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা এলাকায় গুঞ্জন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  নজরুল ইসলাম ঢালীর (৫৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে গুঞ্জন ।  আজ মঙ্গলবার সকাল  ৯টায় উপজেলার বেলুতী গ্রামে ওই নেতার বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশ তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে । পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে  দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে লাশ ঝুলিয়ে রাখেন । এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

 ঘটনাটি তদন্তে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ বিভাগ) রাশেদুল হক চৌধুরীসহ চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত  নজরুল ইসলাম ঢালীর বাড়ি উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলুতী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত রুস্তম আলী ঢালীর ছেলে।  নজরুল দীর্ঘদিন যাবত খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি এলাকায় ঠিকাদারি ব্যবসা করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী  ২ ছেলেসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।। 
পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার দুপুরে বাড়ি থেকে বের হন নজরুল ইসলাম ঢালী। এরপর আর বাড়ি ফেরেননি। বাড়ীতে না আসায় রাত ১২টা সময়  স্ত্রী জেসমিন আক্তার ও ছেলে জামিউল ইসলাম তাঁর মুঠোফোন নম্বরে বহুবার ফোন দিলেও ফোন ধরেননি। খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি স্বজনেরা।  সূত্রটি আরও জানায়, আজ ১ অক্টোবর সকালে স্থানীয় লোকজন ওই নেতার বাড়ির পাশে মো. আবুল হাসেম প্রধানীয়া নামে এক ব্যক্তির নির্মাণাধীন ২য় তলা ভবনের সিঁড়ির  রডের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায়  তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। তাঁরা বিষয়টি  পরিবারকে জানালে তাঁরা ঘটনাস্থলে যান এবং পুলিশকে খবর দেন। পরে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে ওই ব্যক্তির লাশের সুরতহাল তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য চা্ঁদপুর মর্গে প্রেরন করেন ।

মো. নজরুল ইসলাম ঢালীর স্ত্রী জেসমিন আক্তার ও ছেলে জামিউল ইসলাম অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে নজরুল ইসলাম ঢালীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে লাশ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। যে ধরনের চিকন রশিতে লাশটির গলা ঝুলানো তা দিয়ে আত্মহত্যা সম্ভব নয়। লাশের পা-ও মাটিতে লাগানো ছিল । এর পাশে তাঁর জুতা, চশমা, গ্যাসলাইট ও দুটি মুঠোফোনের সেট পাওয়া গেছে। পরিবারের কারো সঙ্গেই তাঁর দ্বদ্ব বা মনোমালিন্য ছিল না। এতে বুঝা যায়, তিনি হত্যাকান্ডের শিকার। তবে সবকিছু পুলিশের তদন্তে বেরিয়ে আসবে বলে আশাবাদী তাঁরা। এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তাঁরা। 

মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং  লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাদতন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, এটি একটি রহস্যজনক মৃত্যু। এটি আত্মহত্যা না হত্যাকান্ড তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন।
 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!