• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

মতলব বাজারে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৯:০৫ পিএম
মতলব বাজারে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই

চাঁদপুরের মতলব পৌরসভার সদর ৩ নং ওয়ার্ডের মতলব পুর্ব বাজারে অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ।

সরজমিনে জানাযায় ২৭ ফেব্রুয়ারী সন্ধা সারে ৭টায় মতলব পুর্ব বাজারে মেহেদী মাইক ও সাউন্ড সিস্টেমের দোকানসহ প্রায় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায় । বেশীর ভাগ দোকান ওই সময় বন্ধ ছিল। 

খবর পেয়ে ঘটনাস্থলে এসে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন । 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি । 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ ও বনিক ও জন কল্যান সমিতির সভাপতি নাসির উদ্দিন মৃধা ও সহ সভাপতি মজিবুর রহমান সরকার, সাধারন সম্পাদক ফয়সাল সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন ।

ভারপ্রাপ্ত ফায়ার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে।
 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!