• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

মির্জাগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেপ্তার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ১২:৫৩ পিএম
মির্জাগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি ৫০ বছরের বৃদ্ধ আব্দুল গনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ এপ্রিল) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোররাতে উপজেলার সিংবাড়ি এলাকা থেকে সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেপ্তার করেন মির্জাগঞ্জ থানার ওসি তদন্ত মো. নুরুল ইসলাম। গ্রেপ্তার উপজেলার মজিবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভয়াং গ্রামের মৃত ওয়ারেচ মুন্সির ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল দুপুরের দিকে মজা কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশে সাত বছরের এক শিশুকন্যাকে ডেকে নিয়ে যায় গনি। তারপর মুখ চেপে একটি ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশু কন্যার চিৎকারে আশপাশের লোক ছুটে এলে গনি পালিয়ে যান। এ ঘটনায় ওই শিশুকন্যার মা বাদী হয়ে গত ১৬ এপ্রিল পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গনিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিকে আদালতে পাঠানো হবে।


Side banner
Link copied!