• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

১১ বছর ভাত না খাওয়া নিজাম উদ্দীন অসুস্থ হয়ে ঢাকায়


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৩:৪৩ পিএম
১১ বছর ভাত না খাওয়া নিজাম উদ্দীন অসুস্থ হয়ে ঢাকায়

প্রায় ১১ বছর ধরে ভাত খান না বিএনপিকর্মী নিজাম উদ্দীন। ভাতের বদলে খাওয়া শুরু করেন রুটি-কলা। ফলে তার শরীরে নানা রোগ বাসা বাঁধে। পরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

সর্বশেষ বুধবার (৩০ এপ্রিল) সেখান থেকে তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়।

নিজাম উদ্দীন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নুর বস্ক্রর ছেলে এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতিতে জড়িত।নিজামের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ঝিনাইদহের মহেশপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কাঙালিভোজের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান আওয়ামী লীগের হামলায় পণ্ড হয়ে যায় এবং রান্না করা খিচুড়ি নষ্ট করা দেখে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেন নিজাম উদ্দীন।এর পর থেকে তিনি শুধু রুটি-কলা খেয়ে আসছেন। পরিবারে সদস্যদের অনেক অনুরোধের পরও তিনি ভাত মুখে তোলেননি।

 

নিজাম উদ্দীনের ভাতিজা সিরাজুল ইসলাম বলেন, ‘দলের প্রতি ভালোবাসা ও ত্যাগের কারণেই নিজাম উদ্দীন চাচা ১১ বছর ধরে ভাত না খেয়ে রুটি-কলা খেয়ে বেঁচে আছেন।’

নিজাম উদ্দীনের বউমা (ছেলের বউ) রাজিয়া খাতুন বলেন, ‘দীর্ঘ ১১ বছর ধরে তার শ্বশুর ভাত না খেয়ে রুটি-কলা ও বিস্কুট খেয়ে আসছেন।অনেক চেষ্টা করেও তাকে আমরা ভাত খাওয়াতে পারিনি। দীর্ঘদিন ভাত না খেতে থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

 

স্থানীয় বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, নিজাম উদ্দীন বিএনপির একজন ত্যাগী কর্মী। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবরটি আমাদের নেতা তারেক রহমানের নজরে পড়লে তার নির্দেশে নিজাম উদ্দীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।


Side banner
Link copied!