
বরিশাল নগরীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় নগরীর সিএন্ডবি রোডের ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালুশাহ সড়ক নিবাসী মাহবুব হোসেন (৫০) ও সাকুলার রোড নিবাসী ইমরান হোসেন (৪০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে সিএন্ডবি সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে দুজনেই সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে অন্য আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন।রাত সাড়ে ৮টার দিকে মারা যান ইমরান। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :