
ঝিনাইদহের শৈলকুপায় মদপানে নয়ন দাস (৩৫) নামের এক নরসুন্দরের মৃত্যু্র খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ওই গ্রামের রবি দাসের ছেলে।তিনি নরসুন্দরের কাজ করতেন।নিহতের স্ত্রী দিপা দাস জানান, গত সোমবার (১২ মে) রাতে আমার স্বামী মদ পান করে বাড়িতে এসে অতিরিক্ত বমি করেন। সে সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রতিবেশীরা তাকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :