
ঝিনাইদহ শহরের রাবেয়া হাসপাতালের কেবিন থেকে অনিল বীন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৩ মে) সকাল ৮টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ময়মনসিংহ সদর উপজেলার চর কালীবাড়ি এলাকার হীরালালের ছেলে। তিনি রাবেয়া হাসপাতালের সার্জন তারিক আখতার খানের ব্যক্তিগত গাড়ি চালাতেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে একটি কেবিনের জানালার সঙ্গে ওই যুবকের মরদেহ ঝুলছিল। পরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।এ বিষয়ে রাবেয়া হাসপাতালের পরিচালক সোহেল রানার সঙ্গে কথা বলতে চাইলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২৫ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :