• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত গ্রেপ্তার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ১১:৫৮ এএম
রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় একমাত্র অভিযুক্ত আসামি মো. আবদুল প্যাদা (৩২) নামের এক জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৬ মে) বিকেলে ভুক্তভোগী কিশোরী নিজে থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।মামলার এজাহারে উল্লেখ করা হয়, কিশোরীটি কওমি মাদসায় পড়াশোনা করেন।গত রবিবার (২৫ মে) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকেভুক্তভোগী কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ চরমোন্তাজ) অবস্থিত নিজ বসতঘরের পেছনের টয়লেটের পাশে যায়। এ সময় পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশী আবদুল প্যাদা তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই কিশোরীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন।

 

পরে পরিবারের সদস্যদের সঙ্গে থানায় গিয়ে কিশোরী অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন।ওই মামলায় আবদুল প্যাদাকে গ্রেপ্তার করা হয়।রাঙ্গাবালী থানার ওসি এমারৎ হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।


Side banner
Link copied!