হবিগঞ্জে র্যালি,আলোচনা সভা,পতাকা উত্তোলন ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে হবিগঞ্জ মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
আজ সকাল ১০টায় হবিগঞ্জ মুক্তিযুদ্ধা ইউনিট ও জেলা প্রশাসক, পুলিশ সুপার জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়েসাড়ে ১০ টায় শহরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, পুলিশ সুপার ইয়াসমিন খাতুন, হবিগঞ্জ জেলা মুক্তিযুদ্ধা ইউনিটের কমান্ডার গোলাম মোস্তফা রফিক, সদস্য সচিব হুমায়ুন কবিরসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ গ্রহন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন তার ভাষনে বলেন, মুক্তিযোদ্ধার জাতীর শ্রেষ্ঠ সন্তান। অনেকে মারা গেছেন। আবার অনেকে জীবিত আছেন। জাতীর শ্রেষ্ঠ সন্তানদের ভালোবাসতে হবে।
আপনার মতামত লিখুন :