• ঢাকা
  • বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮ মাঘ ১৪৩২

একই কর্মস্থলে ১২ বছর: আনোয়ারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০২:৫৪ পিএম
একই কর্মস্থলে ১২ বছর: আনোয়ারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের হিসাব রক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিধি-বিধান উপেক্ষা করে তিনি প্রায় ১২ বছর ধরে একই কর্মস্থলে বহাল থেকে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন।

সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ আগস্ট থেকে অদ্যাবধি একই কর্মস্থলে অবস্থান করার সুবাদে তিনি একটি প্রভাবশালী বলয় তৈরি করেছেন। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর যোগসাজশ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বারবার বদলি এড়িয়ে গেছেন।

কার্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, এই দীর্ঘ সময়ের মধ্যে হিসাব শাখায় বিল ভাউচার নিষ্পত্তি, অর্থ ছাড়, বাজেট ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রকল্পের আর্থিক কার্যক্রমে অনিয়ম সংঘটিত হয়েছে। এসব ক্ষেত্রে স্বচ্ছতার ঘাটতি থাকলেও রহস্যজনক কারণে কখনোই কার্যকর তদন্ত হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,

“একই জায়গায় এত বছর থাকলে স্বাভাবিকভাবেই প্রভাব বিস্তার হয়। হিসাব শাখায় অনিয়মের অভিযোগ নতুন নয়, কিন্তু কেউ মুখ খুলতে সাহস পায় না।”

এদিকে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর বদলি বাধ্যতামূলক হলেও আনোয়ার হোসেনের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে প্রশ্ন উঠেছে— কার আশ্রয়-প্রশ্রয়ে তিনি এত বছর একই পদে বহাল?

সচেতন মহল মনে করছে, বিষয়টি এখনই স্বাস্থ্য অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে নিরপেক্ষ তদন্তের আওতায় আনা জরুরি। অন্যথায় সরকারি অর্থ ব্যবস্থাপনায় আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে আনোয়ার হোসেনের বক্তব্য জানতে চাইলে, তিনি সত্যতা স্বীকার করেন।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!