হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় শায়েস্তাগঞ্জ থানা রোডে আল-খলিফা হোটেল এন্ড কনভেনশন হল কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণে আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ।
পিএফজি অ্যাম্বাসেডর শায়েস্তাগঞ্জ উপজেলা সমন্বয়কারী মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে ও পরিচালনায় প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর প্রশিক্ষক নাজমুল হুদা মিনা ও পিএফজি সিলেট বিভাগীয় রিজিওন ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী।
সংঘাত নয়, শান্তি ও সমপ্রীতির বাংলা দেশ গড়ি এই প্রতিপাদ্য কে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণে অংশ নেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ( পিএফজি) সদস্যরা কর্মশালার মাধ্যমে অংশগ্রহণ কারীদের মধ্যে জেন্ডার সমতা, জেন্ডার বৈষম্য , ন্যায্যতা, নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহিংসতা প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির বিষয়ে ধারণা দেওয়া হয় ।
এ কর্মসূচি বাসতবায়নে সহযোগিতা করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ( ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) , পিপল এগেইনস্ট ভায়া লেন্স এভরিহোয়্যার (প্যাভ) এবং মাল্টি স্টেক হোল্ডার ইনিশিয়েটিভ ফরপিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস)।
প্রশিক্ষণে বক্তারা বলেন , সমাজে টেকসই শান্তি ও সমপ্রীতি প্রতিষ্ঠা করতে হলে নারী-পুরুষ উভয়ের সমান অংশ গ্রহন নিশ্চিত করা জরুরি।
পারিবারিক ও সামাজিক জীবনে ছোট থেকেই সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার আহবান জানান ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় পিএফজি অ্যাম্বাসেডর প্রভাষক মোঃ কামরুল হাসান রিপন ,বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা , মোঃ আঃ ছালাম মেম্বার , সাবেক জেলা পরিষদের সদস্য ও ইন্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ , সহকারী প্রধান শিক্ষক জালাল আহম্মদ , মোঃ ফজলুর রহমান মেম্বার , গোলাম মোক্তাদির চৌধুরী মাসুদ , সদস্য - সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , তোফায়েল আহমেদ মনির , সুশান্ত পাল চৌধুরী, ঈমান উদ্দিন মুন্সি , মোঃ আছকির আহমেদ , সালা উদ্দিন, সাইফুল ইসলাম , মোঃ শামীমুর রহমান , মোঃ মিসবাহ উদ্দিন , মোঃ মুখলিছ মিয়া , হোমিওপ্যাথিক চিকিৎসক ফখরুল আলম , ইয়ুথ-আল-আমীন , সাজিদা আক্তার সীমা , তহুরা খাতুন , স্বপ্না বেগম , মোছাঃ জ্যোসনা বেগম , তৌহিদা সুলতানা , ইউপি সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ নুরুন্নাহার রুমা , মাহমুদা সুলতানা প্রমূখ । প্রশিক্ষণ শেষে আব্দুল বারিক কনভেনশন হল রুমে পিএফজি উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে অ্যাম্বাসেডর ও সকল সদস্য উপস্থিতিতে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয় ।
আপনার মতামত লিখুন :