দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় মতলব দক্ষিন উপজেলার উপাদী (শান্তিনগর) কর্মকার বাড়ী সার্বজনীন শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউর মন্দিরে ৩২ প্রহর ৪দিন ব্যাপী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে ।
গত ১৭ ডিসেম্বর রাত ৯টায় গঙ্গাঁ আহবান ও মঙ্গল ঘট স্থাপনের মধ্যদিয়ে শুভ অধিবাস অনুষ্ঠিত হয়েছে । ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার হইতে ২১ ডিসেম্বর রবিবার উষালগ্নে নগর কির্ত্তনের মধ্যদিয়ে সম্পন্ন হবে । ২২ ডিসেম্বর সোমবার দুপুরে মহাপ্রশাদ বিতরন অনুষ্ঠিত হবে।
এ সময়,উপস্থিত ছিলেন শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউর মন্দির কমিটির সভাপতি প্রদীপ কর্মকার, সহ সভাপতি মধু সিংহ, অরুপ কর্মকার, সাধারন সম্পাদক সুখরঞ্জন কর্মকার, যুগ্ম সাধারন সম্পাদক শ্যামল কর্মকার, শান্তি কর্মকার, কোষাধক্ষ্য শংকর কর্মকার, সহ কোষাধক্ষ্য সিবাস কর্মকার, সাংগঠনিক সম্পাদক উত্তম কর্মকার, দিলিপ কর্মকার , উৎসব উদযাপন কমিটির সভাপতি অর্জুন শিংহ, সহ সভাপতি সুবল মন্ডল, সাধারন সম্পাদক ডাঃ সুকদেব মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক সঞ্জয় কর্মকার, ইন্দ্রজিত কর্মকার , কোষাধক্ষ্য বাসু ও খোকন কর্মকার সহ শত শত নারী পুরুষ ভক্তবৃন্দরা । দেশের বিভিন্ন প্রান্তথেকে সাতটি কর্ত্তনীয়া দল হরিনাম হরিনাম পরিবেশন করেন ।
আপনার মতামত লিখুন :