প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের উপর হামলা নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে 'শরীয়তপুর প্রেসক্লাব' এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন জেলায় কর্মরত সংবাদকর্মীরা।
এ সময় বাসস প্রতিনিধি মজিবুর রহমান, আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার, দৈনিক সংগ্রামের প্রতিনিধি কেএম মকবুল হোসেন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি কে এম রায়হান কবীর,দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি নুরুজ্জামান শেখ সহ জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :