• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

বেগম খালেদা জিয়া আপোষ করেছেন মর্মে জেলা বি এনপির সভাপতির বক্তব্য ভাইরাল


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৪:৫৩ পিএম
বেগম খালেদা জিয়া আপোষ করেছেন মর্মে জেলা বি এনপির সভাপতির বক্তব্য ভাইরাল

শরীয়তপুর জেলা বি এনপির সভাপতি ও শরীয়তপুর ০২ (নড়িয়া -শখিপুর) আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী সফিকুর রহমান কিরন গত কাল গভীর রাতে নড়িয়া পৌরসভা এলাকার বাজার মসজিদ সংলগ্ন নড়িয়া উপজেলা বিএনপির সহ সভাপতি রিপন পেদার বাসভবনে  এক নির্বচনী সভায় স্থানীয় নেতা কর্মীদের সাথে বক্তব্য রাখার সময় বলেন, রাজনীতিতে  শেষ কথা বলে কোন কথা নাই । মাথায় রাখতে হবে বেগম খালেদা জিয়া প্রধান মন্ত্রী যদি কোন কারনে আপোষ করতে পারেন ,তবে আমরা তার কর্মী হিসাবে কোথাও কোথাও বিজয়ের স্বার্থে  আপোষ করতে পারি । বিষয় টি চায়ের দোকানে আলোচনা করা যাবে না। তার প্রায় ২ মিনিটের এ বক্তব্যের  ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার এ বক্তব্যের  পর পুরো জেলা জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। 
জেলা বি এনপির সভাপতি সফিকুর রহমান কিরনের রাজনৈতিক সেক্রেটারী  সাহাদাত হোসেন উজ্জল বলেন , বক্তব্যটি এমন ছিল ১৫  ফেব্রুয়ারি  খালেদা জিয়া নির্বাচন করেছিল সে নির্বাচনে বিরোধী দলের দাবীর মুখে দেশের স্বার্থে সে সংসদে বিরোদী দলের দাবীর প্রতি সম্মান দেখিয়ে সেখানে সে তত্বাবধায়ক সরকার নিয়ে আসছিল। দেশের প্রয়োজনে সে আপোষ করেছেন এমন ও নজির আছে। এ রকম ধারা বাহিকতায় তিনি বক্তব্য দিচ্ছিলেন।  
এ ব্যাপারে শরীয়তপুর জেলা বি এনপির সভাপতি সফিকুর রহমান কিরন কে ফোন দিলে ও তিনি ফোন রিসিভ করেননি।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!