আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগনের মুখোমুখি হয়েছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের ৮ জন সংসদ সদস্য প্রার্থীরা। শুক্রবার বিকেল ৪টায় শরীয়তপুর সরকারী কলেজের মাঠে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ”জনগনের মুখোমুখি” অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজনের বরিশাল জোনের সমন্বয়ক মেহের আফরোজ মিতা, শরীয়তপুর-১ আসনের প্রতিদ্বন্দ্বি ৮ জন সংসদ সদস্য প্রার্থী মধ্যে খেলাফত মজলিসের জালালুদ্দীন আহম্মেদ (রিক্সা),গনঅধিকার পরিষদের ফিরোজ আহম্মেদ (ট্রাক), জাতীয় নাগরিক পার্টির আবদুর রহমান (শাপলা কলি) ,ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ তোফায়েল আহম্মেদ (হাতপাখা) , বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) সাঈদ আহম্মেদ আসলাম (ধানেরশীষ) .স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম কর্নেল রাসেল (মোটরসাইকেল) স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (ঘোড়া) ,সুপ্রীম পার্টির নূরমোহাম্মদ (একতারা)। সুজনের শরীয়তপুর জেলা কমিটির সভাপতি এড. রাশেদুল ইসলাম মাছুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সুজনের শরীয়তপুর জেলা সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বরিশাল জেলা সুজনের সভাপতি গাজি জাহিদ হোসেন, বরিশাল মহানগর সভাপতি আঃ মোতালেব হাওলাদার। প্রশ্নোত্তর পর্বে সুপ্রীমপার্টির প্রার্থী নুরমোহাম্মদ মিয়া বেগম খালেদা জিয়া সরকারের আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বলায় বিএনপির নেতা কর্মীরা উত্তেজিত হয়ে হৈহুল্লা ধাক্কা ধাক্কি হয়। এ পর্যায় কার্যক্রম বন্ধ হয়ে গেলে ও পরে আবার পরিস্থিতি শান্ত হয়। প্রার্থীদের কাছে জনগন প্রশ্ন প্রত্যাশা করে,শরীয়তপুর-ঢাকা যেতে নাওডোবা রেলস্টেশন, রাস্তাঘাট উন্নয়ন বেকারত্ব দুরীকরন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও এ জেলায় উৎপাদিত কৃষিপণ্য পচনের হাত থেকে রক্ষা করতে হিমাগার তৈরী করা ।
আপনার মতামত লিখুন :