• ঢাকা
  • শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:৪০ পিএম
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন— বীরেন পাহান (৩৫), উজ্জল পাহান (৩৮), বিপুল পাহান (২৫) ও সঞ্জু উরাও (৪৫)। নিহত সবার বাড়ি মহাদেবপুর উপজেলার নূরপুর গ্রামে। দুর্ঘটনায় গুরুতর আহত বিপ্লব পাহানকে (২২) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলেও পথিমধ্যে তার মৃত্যু হয়। বর্তমানে পাঁচজনের মরদেহ মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এই ঘটনায় অটোভ্যানে থাকা শ্রী শ্যামন্ত (২৮) নামে একজন অলৌকিকভাবে বেঁচে গেছেন এবং সুস্থ আছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে চারটার দিকে মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি দ্রুতগতির ডাম্প ট্রাক পাঠকাঠি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আরও তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম বলেন, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস জানান, ভোর পাঁচটার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান। এই ঘটনায় মোট ৫ জন মারা গেছে।


Side banner
Link copied!