• ঢাকা
  • রবিবার, ২৮ মে, ২০২৩, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩০

স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার


FavIcon
রাজবাড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২০, ০৬:২৯ পিএম
স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে এক স্কুলছাত্রীকে অপহরণ মামলার প্রধান আসামিকে শনিবার বিকালে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতার হওয়া ব্যক্তির নাম, সুজন শেখ (১৯)। তিনি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামের তায়জুল শেখের ছেলে।বালিয়াকান্দি থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন বলেন, গত ৩০ আগষ্ট এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে তার বাবা চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হলেও আসামিরা পালিয়ে যান। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে বালিয়াকান্দি ওয়াপদা মোড় এলাকা থেকে মামলার প্রধান আসামি সুজন শেখকে গ্রেফতার করা হয়েছে থানা পুলিশ। পরে তাকে রোববার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।


 

 



Side banner