• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ফুলবাড়ীতে ওএমএমের চাল মুদি দোকানে,এক হাজার টাকা জরিমানাসহ মুচলেকা


FavIcon
অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) :
প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০২:৫৫ পিএম
ফুলবাড়ীতে ওএমএমের চাল মুদি দোকানে,এক হাজার টাকা জরিমানাসহ মুচলেকা

দিনাজপুরের ফুলবাড়ীতে স্বল্প আয়ের মানুষের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির চাল মুদিখানার দোকানে বিক্রি করা হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে একটি দোকানে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।গত সোমবার (২৬ জুলাই) দুপুর আড়াইটায় পৌরএলাকার সুজপুর এলাকার চৌধুরী মোড়স্থ জিত স্টোরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রিয়াজ উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ আফরোজ। সেখানে অভিযান চালিয়ে তথ্য অনুযায়ী ৭  বস্তা চাল জব্দ করেন।জিত স্টোরের স্বত্ত্বাধিকারী শিশির সাহা জানান, ডিলারের কাছ থেকে যারা চালগুলো কিনেছিলেন তাদের কাছ থেকে প্রতি কেজি ৪০-৪৫ টাকা দরে কিনে দোকানে মজুদ করেছেন। তবে এটা কেনা ঠিক হয়নি।জানা যায়, আব্দুস সাত্তার নামের ব্যক্তি ফুলবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের সুজাপুর এলাকার জন্য সরকার অনুমোদিত ডিলার।সেখান থেকেই ওএমএসের চাল ও আটা ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে।ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রিয়াজ উদ্দিন বলেন, জিত স্টোরে অভিযান চালিয়ে ওএমএসের ৭ বস্তা চাল পাওয়া যায়।পরে জিত স্টোরের স্বত্বাধিকারী শিশির সাহাকে উপজেলায় ডাকা হয়েছিল।সুবিধাভোগী দুস্থদের মধ্যে যারা ওএমএসের চাল কিনেছিলেন জিত স্টোরের মালিক শিশির সাহা তাদের কাছ থেকে প্রতিকেজি ৪০-৪৫ টাকা দরে সেই চাল কিনেছিলেন বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেছেন।এ কারণে আদালত তাকে এক হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।একই সাথে এ ধরণের কর্মকা-ের সাথে জড়িত না হওয়ার জন্য সতর্কও করে দেওয়া হয়েছে।
 


Side banner
Link copied!