• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংক কর্মকর্তার ৩৫ বছরের সাজা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০৮:১৪ পিএম
ইসলামী ব্যাংক কর্মকর্তার ৩৫ বছরের সাজা

ইসলামী ব্যাংকের রায়পুর শাখার ফিল্ড সুপারভাইজার নূর মোহাম্মদকে গ্রাহকের সই জাল করে ভুয়া ঋণের নামে সাত কোটি টাকা আত্মসাতের ঘটনায় ৩৫ বছরের সাজা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ মার্চ) নোয়াখালীর স্পেশাল জজ আদালত এ রায় দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক উপ-পরিচালক মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, নুর মোহাম্মদ ইসলামী ব্যাংকের রায়পুর শাখায় থাকাকালে গ্রাহকের সই জাল করে ১৮৬ জনের নামে ভুয়া বিনিয়োগ সৃষ্টি করেন। পরবর্তীতে কৌশলে জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন গ্রাহকের নামে বিনিয়োগ ঋণ মঞ্জুর করে নেন নুর মোহাম্মদ।

এরপর বিভিন্ন কৌশলে চেক সংগ্রহ করে ১৮৬ জন গ্রাহকের নামে ৭ কোটি ৩ লাখ ২৪ হাজার ৯৩৬ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন তিনি। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের সেপ্টেম্বরের মধ্যে ওই আত্মসাতের ঘটনা ঘটে।

তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।


Side banner
Link copied!