 
           
 
  -20240709110545.jpg) 
           
           পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের অঢেল সম্পদ অর্জনের বিষয় সামনে আসার পর বিভিন্ন কর্মকর্তার দুর্নীতির চিত্র প্রকাশ পাচ্ছে। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এর পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমানের অবৈধ হাজার কোটি টাকা সম্পদ অর্জনের ঘটনা সামনে আসে। একের পর এক সরকারি কর্মকর্তার দুর্নীতি চিত্রে আলোড়ন উঠেছে দেশব্যাপী। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে বন্ড কমিশনারেট দফতরগুলোর দুর্নীতি নিয়ে একাধিক তথ্যভিত্তিক রিপোর্ট প্রকাশিত হওয়ায় ব্যবস্থা নেয়ার পরিবর্তে উল্টো বন্ড কমিশনারেট দফতরগুলোতে দুর্নীতিবাজরা আরও বেপরোয়া হয়ে উঠেছে । যে কারণে বন্ডের অপব্যবহার বন্ধ হওয়া তো দূরের কথা বরং চোরাকারবারিদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ মাসোহারা নিয়ে চোখ-কান বন্ধ রাখেন দুর্নীতিবাজ কর্মকর্তার । অভিযোগ আছে, চট্টগ্রাম জুড়ে বন্ডের কাপড় বিক্রির মহোৎসব চলছে। বন্ড কমিশনারেট চট্টগ্রাম মাঝে মধ্যে লোক দেখানো দু-একটি অভিযান করলেও পর্দার আড়ালে তারা চোরাকারবারিদের লালন-পালন করে আসছে। ঘুষ কারবারে বিপুল মাসোহারা পেয়ে এই অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর সবাই এখন কোটিপতি। বড় কর্তাদের সম্পদের হিসাব মেলানো ভার। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারীরা বলেন, অঢেল অর্থসম্পদ অর্জনে এক ধাপ এগিয়ে রয়েছে আমাদের চট্টগ্রাম বন্ড কমিশনারেট, ডিপুটি কমিশনার তপন কুমার চক্রবর্তী । তারা আরও বলেন, সরকার দুদককে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছে এবং দুর্নীতির এই মহাসমুদ্র থেকে দুদকের দক্ষ কর্মকমর্তরা ঠিকই চুনো-পুটিদের সাথে সাথে রাঘব-বোয়ালদেরও ধরে আনবে বলে আমরা বিশ্বাস করি। এ ব্যাপারে জানতে চট্টগ্রাম বন্ড কমিশনারেট, ডিপুটি কমিশনার তপন কুমার চক্রবর্তীর মুঠোফোনে একাধিক বার ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি।
 
     
     
     
     
     
     
     
     
     
     
    -20251028072532.jpg) 
     
    -20251028071207.jpg) 
     
    -20251028070115.jpg) 
    -20251028053353.jpg) 
    -20251028052608.jpg) 
    -20251028052038.jpg) 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    
আপনার মতামত লিখুন :