• ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রাহায়ণ ১৪৩২

যমুনা নামে নতুন উপজেলার দাবিতে সিরাজগঞ্জে শিক্ষক - শিক্ষার্থীদের মানববন্ধন


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৬:১১ পিএম
যমুনা নামে নতুন উপজেলার দাবিতে সিরাজগঞ্জে শিক্ষক - শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর চরাঞ্চলের ছয়টি ইউনিয়নকে নিয়ে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবিতে শিক্ষক–শিক্ষার্থীদের মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার নাটুয়ারপাড়া–পানাগাড়ি সড়কে দুঘণ্টা ব্যাপী এই মানববন্ধনে যমুনা চরাঞ্চলের ২১টি প্রাথমিক বিদ্যালয়, ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়  ও দুটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যমুনা চরের ইউনিয়ন গুলো হলো ,—নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—‘সবাই মিলে ঐক্য গড়ি, নতুন উপজেলার দাবি আদায় করি’ এবং ‘ছয় ইউনিয়নের এক চাওয়া, যমুনা হবে নতুন উপজেলা’।

যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল কাদের বলেন, চরাঞ্চলের এই ছয় ইউনিয়নের মানুষ বহুদিন ধরে যমুনা নদী দিয়ে বিচ্ছিন্ন হয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে নানা বঞ্চনার শিকার হচ্ছেন । যে কারণে এই অঞ্চলে মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে নতুন উপজেলা গঠন জরুরি হয়ে পড়েছে।

নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সালাম বলেন, যমুনা নদীর পূর্ব পারে বিচ্ছিন্ন এসব চর এলাকায় প্রায় দুই লাখ মানুষ বসবাস করেন। বিস্তীর্ণ  যমুনা নদীর কারণে উপজেলা সদরের সাথে তাদের  যোগাযোগব্যবস্থার দুরবস্থার কারণে তারা শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন সুবিধা থেকে তাঁরা অনেক পিছিয়ে রয়েছেন। যমুনা চরের এই বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা হলে এ বৈষম্য দূর হবে এমনটি তিনি আশা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদীর ওপারে থাকা এসব চরাঞ্চল চিরতরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে দুই লাখেরও বেশি মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছে। নতুন উপজেলা গঠনের মাধ্যমে এ বৈষম্য দূর হবে বলে আশা প্রকাশ করেন তারা।

বক্তারা আরও বলেন,, যমুনা নদী দিয়ে চিরতরে বিচ্ছিন্ন কাজীপুরের চরের ছয় ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে নানা বৈষম্য থেকে মুক্তি পেতে আমরা নতুন উপজেলার বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

১৫ কিলোমিটার নদী পাড়ি দিয়ে আমাদের প্রশাসনিক কাজ করতে হয়। এতে আমাদের অনেক সময় নষ্ট হয় ও হয়রানির শিকার হতে হয়। তাই নতুন উপজেলা গঠনের বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য তাঁরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা।


Side banner
Link copied!