• ঢাকা
  • বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০

আইনজীবী-পুলিশ সংঘর্ষ : এডিসি-ওসিসহ আহত ১৬


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৬:৫২ পিএম
আইনজীবী-পুলিশ সংঘর্ষ : এডিসি-ওসিসহ আহত ১৬
ছবি - সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপিপন্থী আইনজীবীরা পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় আইনজীবী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন পুলিশ ও ১২ আইনজীবী আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার ঢাকার আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিলটি শুরু হয়। এরপর আদালতের সামনের প্রধান সড়কে এলে পুলিশ বাধা দেয়।

আইনজীবীরা রাস্তায় বসে পড়লে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে লাঠিচার্জ করে। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বাঁধলে প্রায় ১৬ জন আহত হন। আইনজীবীরা পুলিশের বাধা উপেক্ষা করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ফটকে অবস্থান নেন।
আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন- কোতোয়ালি জোনের উপ-পুলিশ কমিশনার (এডিসি) মুহিত কবির সেরনিয়াবাত, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বশির ও কনস্টেবল হারুন।
আহত বিএনপিপন্থি আইনজীবীরা হলেন- মাহবুবুর রহমান খান, দেওয়ান রিপন, মোজাহিদুল ইসলাম সায়েম, কে এম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কে এম বরকত সবুজ, মাহবুব আলম আক্তার, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, হাজী মো. মহসীন, কাজী পনির, এস এম হুমায়ূন কবির।
আহত আইনজীবীরা বলেন, আমরা সুশৃঙ্খল পদযাত্রা করছিলাম। পুলিশ এসে আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে আমাদের ১২ জন আইনজীবী আহত হয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর বলেন, আইনজীবীরা রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাদের সরে যেতে বলে। কিন্তু তারা জোর করে এগিয়ে যান। এ সময় তাদের হামলায় আমাদের আট থেকে নয়জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
কোতোয়ালি জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত বলেন, বিএনপিপন্থি আইনজীবীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ আমাদের আট থেকে নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।


Side banner
Link copied!