 
           
 
  ‘এয়ার বাবল’ চুক্তি অনুযায়ী চলতি বছরের আগস্টে ভারতের সঙ্গে সীমিত পরিসরে ফ্লাইট চালু করতে চায় সরকার। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।মঙ্গলবার (২৭ জুলাই) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এসব তথ্য জানান।পররাষ্ট্রসচিব বলেন, এয়ার বাবল চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা বলছি। আমরা সীমিত পরিসরে ফ্লাইট চালুর প্রস্তাব রেখেছি। আগস্টের কোনো একটা সুবিধাজনক সময়ে এটা শুরু করার ব্যাপারে আশা রাখি।
মাসুদ বিন মোমেন বলেন, বিভিন্ন দেশের করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান বিচার-বিশ্লেষণ করে থাকি। ভারতের নাম্বারস (আক্রান্তের সংখ্যা) অনেক কমেছে, সেই অনুযায়ী আমরা কিছুটা শিথিল করতে পারি। অনেক সময় মারাত্মক রোগীরা ভারতের চিকিৎসার জন্য দ্রুত যেতে চান। আবার ভারত থেকে যারা বাংলাদেশে ফেরত আসছে, তারা সীমান্ত দিয়ে আসছে।করোনা সংক্রমণ কমাতে ৫ জুলাই ভারতসহ ৮টি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ভারত ছাড়া বাকি দেশগুলো হলো- বতসোয়ানা, নেপাল, মঙ্গলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।
-20251031162243.jpg) 
    -20251031161832.jpg) 
    -20251031161223.jpg) 
    -20251031160534.jpg) 
    -20251031124024.jpg) 
    -20251031122656.jpg) 
    -20251031122414.jpg) 
    -20251031122141.jpg) 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    
আপনার মতামত লিখুন :