• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯ পৌষ ১৪৩২

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সবাইকে সুষ্ঠু আচরণের আহ্বান রিজভীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:০৫ পিএম
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সবাইকে সুষ্ঠু আচরণের আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সবাইকে শান্ত এবং সুষ্ঠু আচরণ করার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমানকে গ্রেফতারের পর নির্যাতন করায় এই হাসপাতালেই অবস্থান করতে হয়েছে। তিনি যেন দেশে ফিরতে না পারেন সেজন্য আওয়ামী লীগ, শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়েই গেছেন। ফলে তিনি তার ছোট ভাইয়ের জানাজাতেও অংশগ্রহণ করতে পারেননি।
 
রুহুল কবির রিজভী বলেন, ১৭ বছর পর এই নেতা (তারেক রহমান) দেশে ফিরছেন। লাখ লাখ লোক তাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুত রয়েছেন। তার নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সরকার কথা দিয়েছে। তিনি এসেই তার চিকিৎসাধীন আপসহীন মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ারে যাবেন। যাওয়ার পথে ৩০০ ফিটে সমাবেশেও অংশগ্রহণ করবেন।


Side banner
Link copied!