• ঢাকা
  • বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৪


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০১:৪৫ পিএম
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৪
ছবি - প্রতীক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় গ্রেফতারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

সোমবার (৩০ জানুয়ারি) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন, ১৪ লিটার দেশি মদ, ১৪ বোতল বিদেশি মদ, ৭২ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা ও ১ হাজার ৩৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
 



Side banner