
মুফতি হজ্বগ্রুপ এর শা'বান এয়ার ইন্টারন্যাশনাল ( এইচ.এল-১৪৫৭) ও হিজল ট্যুরস এন্ড ট্রেডস ( এইচ.এল-৮২০) হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা শনিবার (১৩মে) গুলশান পিংক সিটি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। মুফতি হজ্ব গ্রুপ ট্রাভেলস এজেন্সির পরিচালক হাজী মোঃ মহসীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাব এর চেয়ারম্যান এম শাহাদাত হোসেন তাসলিম। প্রশিক্ষনার্থীদের মধ্যে হজ্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন,হাফেজ মাওলানা মুফতি মোঃ হিসেবে বক্তব্যে রাখেন মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী,মুফতি মাওলান মোঃফেরদৌস, হাফেজ মাওলানা মোঃ প্রফেসর মোঃরুহুল আমিন। এ সময় হজ্ব যাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তম মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান হান্নান সরকার।সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি গোলাম সারওয়ার ফরিদী। এসময় ৩ শতাধিক হজ্ব যাত্রী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুফতি হজ্ব গ্রুপ এজেন্সির শা'বান এয়ার ইন্টারন্যাশনাল, হিজল ট্যুরস এন্ড ট্রেডস এর মাধ্যমে প্রতিবছর চাঁদপুরের মতলবসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক নারী -পুরুষ হজ্ব পালনের উদ্দেশ্য সৌদী আরব যান।
আপনার মতামত লিখুন :