• ঢাকা
  • বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০

রাজধানীর তেজগাঁওয়ে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০১:২৩ পিএম
রাজধানীর তেজগাঁওয়ে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
ছবি - প্রতীক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে সুস্মিতা সাহা নামের এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুস্মিতা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরামনগর গ্রামের সনজিৎ কুমার ও ডলি রানির সন্তান।
আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।তিনি জানান, একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুস্মিতার। ধারণা করা হচ্ছে, সম্পর্ক অবনতি হওয়ার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি বাসায় তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিচিত লোকজন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সুস্মিতা মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে ডাক্তারি পাস করেন। বর্তমানে তিনি কোথায় চেম্বার করতেন, সেটা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


Side banner
Link copied!