
সাভারে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে সাভার থানা ও পৌর বিএনপির পক্ষ থেকে রাজাশনের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কৃষিবিদ আবু আদনান সেলিম, বিএনপি নেতা ফজলুর হক, হাজী মোঃ সেলিম মিয়া, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন, সাভার থানা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ৮নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মেহেদী রানা শহীদ সহ সাভার থানা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মতামত লিখুন :